মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অনশন ভাঙলেন গর্জনিয়ার সেই কলেজ ছাত্রী

প্রকাশিত হয়েছে-

মোঃ ইফসান খান ইমন: নাইক্ষ্যংছড়ি

রামুর গর্জনিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চলে যাওয়া সেই কলেজ ছাত্রী চার দিন পর নিজের অনশন ভেঙেছেন। এদিকে পালিয়ে বেড়ানো প্রেমিক আরিফকে আটক করেছে রামু থানা পুলিশ। আরিফের বাড়ি গর্জনিয়ার থোয়াংগেরকাটা গ্রামে। তাঁর বাবার নাম কামাল উদ্দিন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল হোসাইন বলেন- প্রেমিক আরিফকে বৃহস্পতিবার বিকেলে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সেই কলেজ ছাত্রী বাদি হয়ে রামু থানায় মামলা দায়ের করেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে আরিফ এবং ওই কলেজ ছাত্রীর মধ্যে বন্ধুত্ব হয়। পরে সম্পর্ক গভীর হয়। কিন্তু গত ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীটি আরিফের বাড়িতে অনশন শুরু করে। প্রেমিক আরিফকে পুলিশ আটক করলে সে অনশন ভাঙেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার পরিবারের বরাত দিয়ে বলেন- কলেজ ছাত্রীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।