বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

অমাখোঁ সমাজিক সংগঠনের উদ্যাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়

প্রকাশিত হয়েছে-

কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়ন খরুলিয়ায় অমাখোঁ সমাজিক সংগঠনের উদ্যাগে অসহায় শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন অমাখোঁ পরিবার।
প্রসঙ্গত উক্ত সমাজিক সংগঠন খরুলিয়ায় অসহায় পরিবার খুজে বিভিন্ন সময় অসহায় পরিবারের নগদ অর্থ ও বস্ত্র খাদ্য পানীয় এবং অসহায় পরিবারের কোমলমতি শিশুদের শিক্ষা উপক্রম দিয়ে স্কুল ও মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন।
অসহায় মানুষের খুঁজে এমন এক অমাখোঁ সদস্য বলেন, আমরা সমাজের অসহায় খুঁজে খুঁজে বের করে তাদেরকে আর্থিক সচ্ছলতার চেষ্টা করে যাচ্ছি।
এর ধারাবাহিকতায় আজ আমরা সমাজের অসহায় পরিবার খুজে ২০ টি পরিবারের মধ্যে উন্নতমানের বিদেশি সোলারন কম্বল বিতরণ করি।
আগামী ১৪ই জানুয়ারি শনিবার অমাখোঁ পরিবার পক্ষ থেকে সমাজের অসহায় পরিবার খুজে ২০টি পরিবারের মধ্যে উন্নত বিদেশি কম্বল বিতরণ করা হবে।
অমাখোঁ পরিবার পক্ষ থেকে সমাজের বিত্তবান প্রতি উদাত্ত আহ্বান জানান যে, সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে সমাজের অসহায় পরিবার শীতার্ত মানুষের পাশে দাড়ান।