শনিবার , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই রজব, ১৪৪৬ হিজরি

আইআইইউসি’তে আলোচনা সভায় প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

“বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামে প্রিয় মাতৃভূমির জন্মই হতো না”।

চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও নবগঠিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্ম হতো না। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারে নি। তিনি বলেন, বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে চির জাগরুক হয়ে আছে। জাতির পিতার সারা জীবনের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। তাঁর দূরদর্শী, সাহসী ও ঐন্দ্রজালিক নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার নাগপাশ থেকে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। বাঙালি পেয়েছিল স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সঙ্গীত। প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি বলেন, যুদ্ধবিদ্ধস্ত দেশে বঙ্গবন্ধু যখন জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত তখনই ঘাতকচক্র তাঁকে সপরিবারে হত্যা করে। স্বাধীনতা বিরোধী অপশক্তি বাঙালী জাতির হৃদয় থেকে মুছে ফেলতে চেয়েছিল বঙ্গবন্ধুর নাম। কিন্তু ইতিহাস আপন গতিতেই চলে। জোর করে কারো নাম বা অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃত করে যারা বঙ্গবন্ধুকে তাঁর সোনার বাংলায় নিষিদ্ধ করেছিল তারা আজ চরমভাবে পরাজিত। বাঙালীর হৃদয়ে-জাগরণে দেদীপ্যমান বঙ্গবন্ধুর অস্তিত্ব। তিনি আরো বলেন বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ এক, অভিন্ন। জাতির পিতা মিশে আছেন, মিশে থাকবেন জাতির অগ্রযাত্রার প্রতিটি অনুভবে সাহস, শক্তি ও অনুপ্রেরণা হয়ে।
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী
আজ (১৭ মার্চ ২১)বুধবার সকাল ১১টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃক সীতাকুণ্ড কুমিরাস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি আইআইইউসি’তে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের ঘোষণা দিয়ে উক্ত কর্ণার জন্য বেশকিছু গবেষণা ধর্মী ও জার্নাল প্রদান করেন। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবী-দাওয়া ও যারা ইতিপূর্বে অবিচারের শিকার হয়েছে তা আগামী এক বছরের মধ্যে সমাধানের এবং শিক্ষক-ছাত্রদের বিদেশি স্কলারশিপ আগামী ছয় মাসের মধ্যে পুনরায় চালুর আশ্বাস প্রদান করেন।
তিনি আন্ত:বিশ্ববিদ্যালয় সম্পর্ক পুন:প্রতিষ্ঠার মাধ্যমে আইআইইউসি’র শিক্ষক-ছাত্রদের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ সৃষ্টিরও আশ্বাস প্রদান করেন।

নবগঠিত আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ট্রাস্টি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ট্রাস্টি প্রফেসর ড. সালেহ জহুর। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক শফীউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নবগঠিত আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ট্রাস্টি প্রফেসর হেলাল উদ্দিন নেজামী, প্রফেসর কাজী দ্বীন মুহাম্মদ, আবু সুফিয়ান, মুহাম্মদ ইসমাঈল মানিক, মিসেস রিজিয়া রেজা চৌধুরী, মাহবুবুল আলম, আ.ন.ম টিপু সুলতান চৌধুরী, সিরাজুল করিম, বদিউল আলম।
আলোচনা সভায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রচুর শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আইআইইউসি’র ইতিহাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রথম বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশাল মেজবানের আয়োজন ছাড়াও চল্লিশ কেজি ওজনের বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়।