মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগামী ১৫ ফেব্রুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে সরই ব্যাডমিন্টন টুর্ণামেন্ট”২০২৩ইং

প্রকাশিত হয়েছে-

বিশেষ প্রতিনিধি,

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান সামনে রেখে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে প্রতি বছরের ন্যায়ায় এইবারেও শুরু হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।

আগামী ১৫ ফেব্রুয়ারী”২০২৩ইং বুধবার সরই ইয়ং সোসাইটি সংগঠনের আয়োজনে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির মাঠে এ টুর্ণামেন্টটি শুরু হবে।

টুর্ণামেন্টে এন্ট্রি ফি ধার্য্য করা হয়েছে ১৫৫১ টাকা।ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ ফেব্রুয়ারী।

টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে থাকছে ১৫ হাজার টাকা এবং রানার্স আপ ট্রফি সহ ১০ হাজার টাকা প্রাইজমানি। সম্পূর্ণ খেলা আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হবে।

যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে এই নাম্বারে ০১৮৭৪-৭৫৪৩৬৮ যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি।