মানবতার সেবায় নিয়োজিত এই স্লোগান ধারণ করে কক্সবাজারের দক্ষিণ পূর্ব অঞ্চলের সুপরিচিত বাণিজ্য শহর, উখিয়া উপজেলার সর্বপ্রথম বেসরকারি সেবা মুলক প্রতিষ্ঠান, কোটবাজার অরিজিন হাসপাতাল ২০১৫ সালে প্রতিষ্ঠিত / শুভ উদ্বোধন করা হয়।
২০১৫ ইংরেজি হইতে ২০২১ ইংরেজি পর্যন্ত কোটবাজারের প্রধান সড়ক তোফায়েল ফাতেমা শপিং কমপ্লেক্সের ২য় তলায় ওয়াল্টন শো-রুম সংলগ্ন এই সেবা মুলক প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছেন, এখন এই সেবা মুলক প্রতিষ্ঠানটি নতুন ভবন স্থানান্তর শুভ উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।আগামী ২৬ নভেম্বর ২০২১ খ্রিঃ শুক্রবার সকাল ১০ ঘটিকার দিকে শুরু হয়ে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলমান তাকবে। ফ্রি রোগী দেখবেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ এছাড়া সমাজিক, রাজনৈতিবীদ ও বিশিষ্ট সমাজ সেবক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
নতুন ভবনের ঠিকানাঃ- এস. আলম প্লাজা, প্রধান সড়ক কোটবাজার, উখিয়া কক্সবাজার। এই তথ্য নিশ্চিত করেছেন মুহাম্মদ ইউনুস ব্যবস্হাপনা পরিচালক, অরিজিন হাসপাতাল কোটবাজার।
Leave a Reply