শুক্রবার , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই রজব, ১৪৪৬ হিজরি

আগামী ২৬ নভেম্বর কোটবাজার অরিজিন হাসপাতাল স্থানান্তর হবে

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, এডমিন

মানবতার সেবায় নিয়োজিত এই স্লোগান ধারণ করে কক্সবাজারের দক্ষিণ পূর্ব অঞ্চলের সুপরিচিত বাণিজ্য শহর, উখিয়া উপজেলার সর্বপ্রথম বেসরকারি সেবা মুলক প্রতিষ্ঠান, কোটবাজার অরিজিন হাসপাতাল ২০১৫ সালে প্রতিষ্ঠিত / শুভ উদ্বোধন করা হয়।

২০১৫ ইংরেজি হইতে ২০২১ ইংরেজি পর্যন্ত কোটবাজারের প্রধান সড়ক তোফায়েল ফাতেমা শপিং কমপ্লেক্সের ২য় তলায় ওয়াল্টন শো-রুম সংলগ্ন এই সেবা মুলক প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছেন, এখন এই সেবা মুলক প্রতিষ্ঠানটি নতুন ভবন স্থানান্তর শুভ উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।আগামী ২৬ নভেম্বর ২০২১ খ্রিঃ শুক্রবার সকাল ১০ ঘটিকার দিকে শুরু হয়ে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলমান তাকবে।  ফ্রি রোগী দেখবেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ এছাড়া সমাজিক, রাজনৈতিবীদ ও বিশিষ্ট সমাজ সেবক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

নতুন ভবনের ঠিকানাঃ- এস. আলম প্লাজা, প্রধান সড়ক কোটবাজার, উখিয়া কক্সবাজার। এই তথ্য নিশ্চিত করেছেন মুহাম্মদ ইউনুস ব্যবস্হাপনা পরিচালক, অরিজিন হাসপাতাল কোটবাজার।