মঙ্গলবার , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি:

 

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় শনিবার(২৭ ফেব্রুয়ারী) দুপুরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। ফাতেহা এন্টারপ্রাইজের প্রোপাইটর ফারহানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অগ্রণী ব্যাংক চট্টগ্রাম জোনের এজিএম অজয় কুমার চৌধুরী, বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল শাকিল, বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহদাত হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল আনসারী মুজিব, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন