বুধবার , ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আনোয়ারায় অসহায়দের মাঝে চাল বিতরণ

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধিঃ

 

আনোয়ারা উপজেলার ৮ নং চাতরী ইউনিয়ন পরিষদে অসহায়দের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

গতকাল ১ মার্চ (সোমবার) দুপুরে পরিষদের হলরুমে চাল বিতরণ সম্পন্ন হয়।

 

চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সচিব শাহ আলম, ইউপি সদস্য বিকাশ ঘোষ, আব্দুল মান্নান, নিতাই কর, আয়শা খাতুন, উদ্যোক্তা মো. মহিউদ্দিন, আনোয়ারা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সভাপতি মাহতাব হোসেন জুয়েল প্রমুখ।

প্রধান অতিথি শেখ জোবায়ের আহমদ বলেন, দুঃস্থদের জন্য সরকার ভিজিডির চালের ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে বিশাল একটি দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। আগামীতেও এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।