শুক্রবার , ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই সফর, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত হয়েছে-

মুহাম্মদ আমজাদ হোসেন,আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি

 

স্বাধীন বাংলাদেশের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা’র যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৬ই ডিসেম্বর (বুধবার) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে হাফেজ আবদুর রহিম’র সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্ট’র সাবেক সভাপতি জননেতা কাজী বদরুজ্জামান নঈমী।
উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি মাষ্টার আবদুল হালিম, জননেতা মুজিবুর রহমান, হাফেজ আবদুর রহিম, মাওলানা মনির আহমদ, নাজিম উদ্দীন, ফিরোজ মিয়া, মোরশেদ আলম মুন্সী, মাষ্টার নুরুল ইসলাম, যুবনেতা নাজিম উদ্দীন, মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, ইফতেখার হোসাইন, জাহেদুল হক, আজিজুর রহমান, ছাত্রনেতা আলী জিন্নাহ, ফরহাদুল ইসলাম, নাছির উদ্দীন, ইসমাঈল হোসেন, নেজাম উদ্দীন প্রমুখ।

এতে বক্তারা সকল অপশক্তির বিরুদ্ধে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
পরিশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।