শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আনোয়ারা হাজীগাঁও কটন মিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

 

চট্টগ্রাম আনোয়ারা উত্তর হাজীগাঁও কটন মিলের পশ্চিমে হযরত আব্দুল কাদের জিলানী (রদ্বিঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশ শান মিলাদ মাহফিল ১৩ই ডিসেম্বর (রবিবার) বারখাইন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব আলী আজগর মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে মেহমানে আ’লা হিসাবে তশরিফ আনেন,ওষখাইন আলী নগর দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রামের পীরে ত্বরিকত হাফেজ ক্বারী মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দিন ছিদ্দিকী ওষখাইনগিরি (ম.জি.আ)

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,আল আমিন বারীয়া দরবার শরীফের নায়েবে শাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি সৈয়্যদ মোহাম্মদ মোকারম বারী ছাহেব।

এতে শত শত আশেকান ও নবী (ﷺ) প্রেমিক ওলী-আউলিয়া প্রেমিক গণের উপস্থিতিতে মিলাদ কিয়াম মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্তি হয়।