মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই প্রদান করেছে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রীজ

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

করোনার চলমান ভয়াবহ পরিস্থিতিতে ২৫০ শয্যা বিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ৫০০ সেট পিপিই প্রদান করেছে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্টীজ। আজ (১৩ জুলাই ২১) মঙ্গলবার দুপুরে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান সিআইপি উপস্থিত হয়ে করোনা ফোকাল পারসন ও অত্র হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ আব্দুর রব মাসুম ও অর্থোপেডিকসের কনসালটেন্ট ডাঃ অজয় দাসের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ চট্টগ্রাম জেলা প্যানেলের জয়েন্ট কোঅর্ডিনেটর বশির উদ্দিন আহমেদ, মুন্না চৌধুরী ও জসীম উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রীজ করোনা মহামারী মোকাবেলায় বিভিন্ন হাসপাতালে রোগীদের জন্য হাই-ফ্লো-ন্যাজাল ক্যানোলাসহ ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই প্রদান করে আসছে।