শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

আপনারা একদিন কষ্ট করে ভোট দিন-আমি পাঁচ বছর কষ্ট করব-জনসভায় বীর বাহাদুর এমপি

প্রকাশিত হয়েছে-

বান্দরবান জেলা প্রতিনিধি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার মনোনীত প্রার্থী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি কে ৭ম বারের মতো নির্বাচিত করার লক্ষ্যে লামায় বিভিন্ন ইউনিয়নে পথসভা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১’ই ডিসেম্বর-২০২৩ খ্রিঃ রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লামা উপজেলার আজিজনগর, ফাইতং, ফাঁসিয়া খালী ইউনিয়ন এর ইয়াংছা ও কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভা ও পথসভার আয়োজন করা হয়।

সকাল ১০ টায় কুমারীতে পথসভা,২টায় ইয়াংছাই জনসভা, ৪টায় ফাইতং এ জনসভা ও ৬টায় আজিজনগর ইউনিয়ন এর জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও ৩০০নং আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি।

বাবু বীর বাহাদুর উশৈসিং এমপির এ সকল জনসভায় সফর সঙ্গী হিসেবে ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন,আজিজনগর রয়েল টেক্সটাইল এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম চৌধুরী, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম,লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াই সিং মার্মা, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মিন্টু সেন ও রূপসী পাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাচিং প্রুসহ অসংখ্য নেতৃবৃন্দ।

এ সকল পথসভা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ৩০০নং আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,আপনারা আগামী ৭ তারিখ একদিন কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে নৌকাকে জয় করুন,আমি আগামী আরও পাঁচটি বছর আপনাদের জন্য কষ্ট করব। আমি কথায় না কাজে বিশ্বাসী,আমি যা বলি তা করি।মিথ্যা আশ্বাস দেওয়ার মতো লোক আমি নই।যদি কথা দিয়ে কথা না রাখি ভবিষ্যতে আর কোনোদিন ভোটের জন্য আপনাদের সামনে আসবনা।তিনি এসব পথসভায় আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করলে, নৌকার সরকার আসলে বান্দরবানকে একটি স্মার্ট বান্দরবানে রুপান্তর করব। আর সেই স্মার্ট বান্দরবানের সবচেয়ে ডিজিটাল ও আধুনিক শহর হবে এই লামা।

সবশেষে লামার নির্বাচনী প্রচারণার সর্বশেষ জনসভা স্থল আজিজনগর ইউনিয়ন এ সমাপনী বক্তব্য রাখেন আজিজনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন কোম্পানি। তিনি আগামী ৭ তারিখ লামা উপজেলার আজিজনগর থেকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে জয়যুক্ত করার আশ্বাস দেন।