এইচ এম সাইফুল নূর, স্পেশাল প্রতিনিধি
সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক এবং সরকারি কলেজ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ-এর ছোটদের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ “শিশুবন্ধু মুজিব” ও গল্পগ্রন্থ “খোকাই আজ বাঙালি জাতির পিতা”।। প্রকাশ ২০২১ বইমেলা ২১ ফেব্রুয়ারী উপলক্ষে। গ্রন্থ দুটি পাওয়া যাবে ২০২১ সালের একুশে বই মেলায় শব্দশিল্প ও ইছামতী প্রকাশনীর স্টলে ।।
লেখক বলেছেন, বাচ্চাদের ছোট থেকেই মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বেড়ে উঠতে হবে এ বাস্তব উপলব্ধি চিন্তা করে বই দুটির মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে।
ছোট সময় থেকে বাচ্চাদের বাংলাদেশের প্রকৃত ইতিহাস বাঙালি হিসেবে জাতির পরিচয় জানা অপরিহার্য।
বই দুটিতে ধর্মীয়শিক্ষা, নিয়মানুবর্তিতা ও স্বাস্থ্য সচেতনতামূলক গল্প এবং কাব্য লেখা হয়েছে।
বই দুটি শীঘ্রই প্রকাশ হচ্ছে লেখক শুভার্থীদের বই দুটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন।