বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আমি বেহেশতে যেতে চাইনা, কবরের আযাব চাই : তসলিমা নাসরিন

প্রকাশিত হয়েছে-

মোঃ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

নির্বাসনে থাকা বাংলাদেশি আলোচিত এবং সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন এখন বসবাস করছেন ভারতে। বিভিন্ন মহলে তার আলোচনা সমালোচনার শেষ নেই।

গত বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস আপডেট করেন তসলিমা নাসরিন। পাঠকদের বোঝার সুবিধার্থে তসলিমা নাসরিনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-‘আমি কবরের আযাব চাই। দোযখের আগুনে জ্বলতে চাই। আমি যা খুশি বলতে চাই তোদের রূপকথার গপ্প নিয়ে। এতে তোদের কেন অসুবিধে হয়? তোরা বেহেস্তে যা না, কে বাধা দিচ্ছে? বেহেস্তে গিয়ে যত স্ফূর্তি আছে কর। আমরা যারা ইহকালে বিশ্বাস করি, পরকালে করি না, তাদের শান্তিতে থাকতে দে। তোরা পরকাল নিয়ে বিভোর থাক। ইহুদি নাসারাদের বানানো ফোন নিয়ে, কম্পিউটার নিয়ে, ক্যামেরা নিয়ে , টেকনোলজি নিয়ে মাতামাতি বন্ধ কর। যাদের ঘৃণা করিস, যাদের মুণ্ডু আলাদা করিস ধড় থেকে, তাদের ছাড়া তোদের এক মুহূর্তও চলে না কেন? লজ্জা হয় না? জানি তোদের লজ্জা নেই। বর্বরদের লজ্জা বলতে কিছু থাকে না। তোরা লিঙ্গপালগুলো একবিংশ শতাব্দির লজ্জা। তোরা লিঙ্গপালগুলো এক একেকটা দূরদৃষ্টিহীন সরকারি হেফাজতে দৈত্যের মতো বাড়ছিস। যেদিন নিজেদের ঘৃণা করতে শিখবি, সেদিনই মানুষ হবি।’

তার মতে তারা যারা পরকালে বিশ্বাস করে না অর্থাৎ যারা নাস্তিক। তাদের নিয়ে আস্তিকদের বিশেষ করে ইসলাম মনাদের এত মাথাব্যথা কেন? তার কথায় তিনি নাস্তিক হয়ে পরকালে আযাব পেতে চান। দেখতে চান তাকে কি শাস্তি দেওয়া হয়।