আলাল আহমদ এর প্রতিবেদন
মৌলভীবাজার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া
গ্রামের আমেরিকা প্রবাসী লিমন আহমেদের ছবিও নাম ব্যবহার করে হবিগঞ্জের চুনারুঘাট আমতলার হাজী চাঁন মিয়ার ছোট ছেলে হারুনুর রশীদ জুনেল সৌদি প্রবাসী দীর্ঘ দিন ধরে ভুক্তভোগীর ছবি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সংগ্রহ করে অপপ্রচার ও মানহানি জনক কর্মকাণ্ড করে আসছে। ভুক্তভোগীর ভাই বলেন হারুনুর রশীদ জুনেল দীর্ঘ দিন ধরে এমন অসম্মান জনক বিভিন্ন মেসেঞ্জারের অশ্লীল ছবি দিয়ে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে আসছে আমরা অনেক দিন বিষয়টি সামাজিক ভাবে অসম্মান জনক মনে করে চুপ ছিলাম পরে বাধ্য হয়ে হারুনের বাবা হাজী চাঁন মিয়াকে জানাই তিনি বিষয়টি আমলে নেন নি উনার ছেলেকে কোনরুপ জিজ্ঞাসাবাদ করেন নি তাই বাধ্য হয়ে আমরা আইন আইনুক ভাবে লিমন আহমেদ নামে ভূয়া ফেইক আইডিটি অনেক চেষ্টাকরেও বন্ধ করতে সক্ষম হয়নি।