শুক্রবার , ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আলুর বস্তাভর্তি ট্রাক ও এ্যাংকর সিমেন্ট গাড়ীর সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

(৭ মার্চ)অনুমান সময় বিকাল ৩.৩০ ঘটিকায় মাসুম(২৬)নামক একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।জানা যায়, তিনি বরিশাল জেলার মুলাদী থানার কাজিরচর গ্রামের মোঃ আঃ গনি খাঁন এর ছেলে। স্থানীয়ভাবে জানা যায় যে, নবাবগঞ্জ থানাধীন পুটিমারা ইউনিয়নের চড়ারহাট নামক স্থানে সাদিয়া ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি আলুর বস্তাভর্তি ট্রাক দাড়ানো অবস্থায় ছিল।

এদিকে দিনাজপুর থেকে ঢাকা গামী দ্রুতগতিতে আসা এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি গাড়ি আলুর বস্তাভর্তি দাড়ানো অবস্থায় থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ্যাংকর সিমেন্ট এর গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আলু ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এ্যাংকর সিমেন্ট বহনকারী গাড়ির হেল্পার ভিকটিম মাসুম মৃত্যুবরণ করেন।

আলুর ট্রাকের ড্রাইভারকে মুমূর্ষ অবস্থায় দলার দরগা হাসপাতলে ভর্তি করানো হয়। ঘটনার পরপরই এ্যাংকর সিমেন্ট কোম্পানির গাড়ির ড্রাইভার পালিয়ে যায়।তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করন সহ প্রয়োজনীয় প্রাথমিক আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।