আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাঁশখালীর রত্নপুর গ্রামে আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গরীব দুঃস্থ অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়,
গতকাল (০১ মার্চ ২১) সোমবার সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত দুই শতাধিক এলাকার অসহায় ও গরীব রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সার্বিক সহযোগিতা করেন বাঁশখালী এ্যপোলো হাসপাতাল।
এ সময় উপস্থিত থেকে রোগীদের সার্বিকভাবে সেবা দেন অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ওসমান গনী,
উপস্থিত ছিলেন মাওলানা ফেরদৌস হালিম, মাওলানা ত্বকি ও ফাউন্ডেশনের সহকারী সচিব মাওলানা আবুল ফয়েজ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুর রশিদ, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ বেলাল উদ্দীন,গ্রাম পুলিশ লোকমান ও
জয়নাল আবেদীন সওদাগর প্রমুখ।