শুক্রবার , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে সফর, ১৪৪৭ হিজরি

আল্লামা বাবুনগরীর খাদেম রাকিবুল ইসলাম ফারুকীর উপর সন্ত্রাসি হামলা

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

গত (০৪ মার্চ ২১) বৃহস্পতিবার রাত ১ টার দিকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেম রাকিব উপর হামলা হয়।
গাজীপুরে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে যান মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। এ সময় প্রায় তিন ঘন্টা বাবুনগরীর সঙ্গে ছিলেন তিনি।

এরপর রাত ১টার দিকে ফেরার সময় হঠাৎ ৩০/৪০জন সন্ত্রাসী তার গাড়ি ঘেরাও করে বিভিন্ন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল দ্বারা তাকে আঘাত করে। (হামলাকারীরা যুব মজলিশ নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গেছে)

একপর্যায়ে সেখান থেকে দৌড়ে তিনি বাবুনগরীর কাছে চলে যান। তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে।

হামলার পর শনিবার সকালে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা রাকিব। এসময় বাবুনগরী বলেন তারা রাকিব কে মারছে মানি আমাকে মেরেছে!

বর্তমানে আল্লামা বাবুনগরীর নির্দেশনায় চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।