বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আল ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাবু এনিং মার্মা

প্রকাশিত হয়েছে-

শফিউল নুরী’র প্রতিবেদন
বিশেষ প্রতিনিধি।

অদ্য ২৩ এপ্রিল ২০২২ খ্রিঃ শনিবার সকালে আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় আসলেন
সোনাইছড়ি বাসীর হৃৎস্পন্দন, সোনাইছড়ি
ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জননেতা
বাবু এনিং মার্মা!
ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে অত্র
মাদ্রাসার মাঠ ভরাটের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি, যার মূল্য আনুমানিক
(৬০.০০০) ষাট হাজার টাকা এবং, সামনে আরো
কয়েকটি প্রকল্পের কাজ করবেন বলেও আশ্বাসও
দিয়েছেন তিনি এবং আরো বিভিন্ন বিষয়ে সুপরামর্শ দেন!
এসময় উপস্থিত ছিলেনঃ-
আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান পরিচালকঃ- মাওলানা আবু সুফিয়ান সাহেব
এবং সহকারী শিক্ষকঃ- (মাওঃ শফিউল নুরী) &মোহাম্মদ সুহেল রানা সহ…আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার
ম্যানেজিং কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক
নুরুল আজিম চৌধুরী প্রমুখ

রব্বে কারীম সবসময় অসহায় গরীবের সুখে
দুখে পাশে থাকার তাওফিক দান করুন আমীন