মঙ্গলবার , ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

আসছে ক্রাইম সিন- তিন ধোকা

প্রকাশিত হয়েছে-

মোঃ শাহীন আলমঃ- ফেনী,সোনাগাজী প্রতিনিধি

 

আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশনের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ক্রাইম সিন-তিন ‘ধোকা’। শুক্রবার (২৫ মার্চ) চট্টগ্রাম সিটির বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। আহমেদ কামাল আফতাবের লিখা গল্পে ‘ধোকা’ পরিচালনা করেছেন আশরাফুল করিম সৌরভ।

রাহা আরাফ টিভির নিয়মিত একটি আয়োজন হচ্ছে ক্রাইম সিন। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন প্রতারণামূলক ঘটনাকে নাটকের মাধ্যমে তুলে ধরে জনমনে সচেতনতা বৃদ্ধিই ক্রাইম সিনের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ক্রাইম সিন ‘ধোকা’।

মোশারফ ভূইয়া পলাশের সার্বিক তত্বাবধানে ক্রাইম সিন ‘ধোকা’ চিত্র গ্রাহক প্রান্ত শর্মা ও প্রডাকশন সমন্বয়ক সৌরভ পাল ও শাহিন।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখ আনিস মুনজুর সেন্টু, গোলাম মাওলা জসিম, আহমেদ কামাল আফতাফ, সুতপা, আলি, এসবি খাঁন, সৌরভ পাল, শাহীন আলম।

‘ধোকা’ শিগগির রাহা আরাফ টিভির ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

এর আগে রাহা আরাফ টিভি ‘ভালবাসার ফাঁদ’ ও ‘নারী পাচার’ নামের দুইটি ক্রাইম সিন নির্মাণ করেছিল।