রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা মূল্যায়ন ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

ওমর ফারুকঃ- উখিয়া কক্সবাজার,

ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার জেলা মূল্যায়ন ও প্রতিনিধি সভা আজ ১৩ই মার্চ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শুয়াইব এর পরিচালনায় জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ ফরিদুল আলম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
দিনব্যাপী অনুষ্ঠিত জেলা মূল্যায়ন ও প্রতিনিধি সভায় জেলার চলতি সেশনের এক বছরের শাখা ও দায়িত্বশীল মূল্যায়ন এবং পরিকল্পনার আলোকে বিগত এক বছরের সাংগঠনিক কার্যাবলী বিশ্লেষণ পূর্বক আগামী এক বছরের কর্ম পরিকল্পনা হাতে নেয়া হয়।

ইসলামী আন্দোলন এর জেলা আমেলা, আন্দোলনের জেলা সহযোগী সংগঠন প্রতিনিধি এবং আন্দোলনের উপজেলা প্রতিনিধিও বিগত ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীরা এতে অংশগ্রহণ করেন।
এতে জেলার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, বার্ষিক পরিকল্পনা ও বাস্তবায়ন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যালোচনা, ঘোষিত দাওয়াতী মাস, কেন্দ্রীয় মারকাজ এবং আগামী ৩১মার্চ জাতীয় মহাসমাবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয়।
অধিবেশনে জেলার সাংগঠনিক রিপোর্ট, পরিকল্পনা প্রস্তাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ারসহ বিভাগীয় দায়িত্বশীলগণ।

এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, মাওঃ মুফতি আব্দুল গফুর নদীম, সহ- সাংগঠনিক সম্পাদক হাঃ শফিউল আলম, দপ্তর সম্পাদক মাওলানা ফজলুল করিম, প্রচার সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, সহ- প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোরশেদুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এইচএম হোছাইন, অর্থ সম্পাদক মাওলানা ইসমাইল জাফর, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব কন্ট্রাকটার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোছাইন, দ্বীনি সংগঠনের জেলা ছদর আলহাজ্ব বদিউল আলম, কক্সবাজার পৌর কমিশনার নুর মুহাম্মদ মাঝু, আব্দুর রউফ লাভলু, মুহাম্মদ ওমর ফারুক, যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শফিউল আলম এবং সাধারণ সম্পাদক মাওঃ নুরুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারী মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মিসবাহ উদ্দিন কায়সার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরেফীসহ জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ।