নিজস্ব প্রতিবেদক
গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাঁধা দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন কলরব শিল্পী আবু রায়হান
দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের সরকার হয়ে এই বাঁধা দিতে পারেন না। অনতিবিলম্বে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। আমরা আশা করব ফ্রান্সের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করে মুসলিম হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন। এই দেশ এই মাটি মানুষের ভাষা উপলব্ধি করুন। আমরা আমাদের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি আমাদের প্রাণের নবীজিকে। আপনারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিলে সেটা কাজে কর্মে প্রমাণ করা ঈমানের দাবী।