বুধবার , ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১লা রজব, ১৪৪৬ হিজরি

ইসলামী আন্দোলন বাহারচরা ও বৈলছড়ি ইউনিয়নে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা আওতাধীন বাহারছড়া ইউনিয়ন শাখার উদ্যোগ
আজ ১লা অক্টোবর-২১ জুমাবার বাদে মাগরিব বাহারছড়া সোলতানীয়া এমদাদুল উলুম মাদ্রাসা মিলনায়তনে ইসলমী আন্দোলন এর অঙ্গ ও সহযোগী সকল সংগঠন এর সাথে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
যৌথ মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন আইএবি বাহারছড়া ইউনিয়ন সভাপতি, মাওলানা তৈযব বিন মোখতার। মুরুব্বি হিসাবে উপস্থিত ছিলেন, বাহাছড়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ নুরুল কবির সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ; মাওলানা আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেক্রেটারী, মাওলানা জসিম উদ্দিন মিছবাহ, যুব আন্দোলন অর্থ সম্পাদক ; হাঃ মাওঃ তাওহীদুল্লাহ, ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক ; মুহাম্মদ সরওয়ার হোসাইন তামিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা আওতাধীন বৈলছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে যৌথ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। আজ বাদে মাগরিব
উক্ত সভায় সভাপতিত্বে করেন জোন জিম্মাদার মাওলানা ফয়জুল্লাহ। প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি ; মাওলানা সগির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহ-সভাপতি ; মাওলানা মোজ্জাম্মেলুল হক সাহেব, জেলা যুব আন্দোলন সভাপতি, মাস্টার মিছবাহ উদ্দীন আরেফী, সাধারণ সম্পাদক ; মোবারক হোসাইন আসিফ, আমানুল্লাহ হাসান, উপজেলা সহ-অর্থ সম্পাদক, মাওলানা আব্দুল কাদের, যুব আন্দোলন উপজেলা সভাপতি ; মাওলানা হাসেম বিন কাদের, ছাত্র আন্দোলন প্রতিনিধি প্রমুখ

আন্দোলন বাহারছড়া ইউনিয়ন কমিটি

সভাপতি ;- মাওলানা হারুন আল মসরুর
সহ-সভাপতি ;- মাওঃ তৈয়ব বিন মোখতার
সেক্রেটারী ;- মাওলানা গোলাম কিবরিয়া

আন্দোলন বৈলছড়ী ইউনিয়ন কমিটি

সভাপতি ; মাওলানা আব্দুল্লাহ
সহ-সভাপতি ; মাওলানা হানিফ সাহেব
সেক্রেটারী ; মাওলানা ইব্রাহীম সাহেব।