রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-

উখিয়া ভয়েস ২৪ ডটকম

 

সাইফুল্লাহ আল মুনির, বরিশাল জেলা প্রতিনিধি।

ইসলাম দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হয়ে এগিয়ে যেতে হবে আমাদের। ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ মুক্ত একটি সুস্থ সুন্দর সোনার বাংলাদেশ গঠন করতে ইসলামী যুব আন্দোলনকেই পালন করতে হবে স্বেচ্ছাসেবকের ভূমিকা। ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মাসিক বৈঠকে উপরোক্ত কথা বলেন শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম আল হাদী। এসময় বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত যুবকদের কর্মসংস্থান এবং দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পুণর্বাসন ও প্রয়োজনীয় সহোযোগিতা করার জন্য দেশবাসী ও সরকারের কাছে উদাত্ত আহবান জানান তিনি। বৈঠকে বিগত মাসের কার্যক্রমের পর্যালোচনা ও কেন্দ্রীয় সার্কুলারের আলোকে আগামী মাসের কর্মসূচি নির্ধারণকরা হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ ইবরাহীম আল হাদীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাঃ আরিফ বিল্লাহ্ এর সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাওঃ রুম্মান গাজী আল আমিন, দফতর সম্পাদক মাওঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাওঃ মোঃ তরিকুল আজাদ রেদওয়ান, যুব কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন খানসহ অন্যান্য জেলা দায়িত্বশীলবৃন্দ।

বার্তা প্রেরক
মুহাঃ নুরুল আলম
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন, ঝালকাঠী জেলা
মোবাইলঃ 01727-585543