শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ আটক ৩, পলাতক ১ =UkhiyaVoice24.Com

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

 

আনোয়ারায়  ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় উপজেলার পিএবি সড়কের কালাবিবি দিঘীর মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল)র নেতৃত্বে পটিয়া ও আনোয়ারা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে।

এসময় ইয়াবা পাচারের ২টি মোটর সাইকেল ও আটক করা হয়। তবে ১ পাচারকারী পালিয়ে যায়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশের প্রেস ব্রিফংএ জানানো হয়।

বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুর ১ টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন মাহমুদ সোহেল,অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া) সার্কেল মো. তারিক রহমান, সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন, আনোয়ারা থানার অফিসার্স ইনচার্জ এসএম দিদারুল ইসলাম, পটিয়া থানা অফিসার্স ইনচার্জ রেজাউল করিম প্রমুখ।