সোমবার , ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক।।। উখিয়া ভয়েস

প্রকাশিত হয়েছে-

 

শুক্রবার ৪ ডিসেম্বর রাত ১১ টা ২০ মিনিটের দিকে সাড়ে ৩ হাজার পিচ ইয়াবা সহ উখিয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নেতাকে আটক করেছে। পরে রোহিঙ্গা মাদককারবারী আজিজ উল্লাহ’র কাছ থেকে উদ্ধার করা ৩৫০০ পিস ইয়াবা টেবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় বলে উখিয়া থানা সুত্রে জানা গেছে।

আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম আজিজ উল্লাহ (৪৭)। সে উখিয়ার থাইংখালী ঘোনাপাড়া ১৯ নম্বর শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হোসেন ও সাহারা খাতুনের পুত্র। তার এফসিএন নং-২৮২৪৪৩। সে ব্লক নং-এ/১৭ এর হেড মাঝি। গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।