ইমরান তাওহীদ রানা- স্টাফ রিপোর্টার,
শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এই স্লোগান কে বুকে ধারণ করে, নব ঘোষিত ঈদগাঁও উপজেলার আলী বিন আবি তালিব মাদ্রাসা হল রুমে রবিবার বিকাল চার ঘটিকায় ঈদগাঁও ইউনিয়নের নব গঠিত ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত কমিটি ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত,
ঈদগাঁও ইউনিয়নের আওতায়ধীন ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রেজাউল রহমান রিমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আহমেদ করিম সিকদার, প্রধান বক্তার বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির (গম ভাই), প্রধান মেহমান এর বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকী,
এই সময় উপস্থিতি ছিলেন ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য হাজ্বী আব্দুল গণি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ছাবের আহমদ, নাজির হোসেন নাজু, কবির আহমদ, মোহাম্মদ হোসেন খাদেম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মাষ্টার কফিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহিম, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নুরুল হক (ভাইয়া), নুরুল আক্কাস, দপ্তর সম্পাদক রিয়াদ মাহমুদ, অত্র ওয়ার্ড যুবলীগের সভাপতি আনচার মিয়া স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি মোহাম্মদ নুর, আরো উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, ছাত্রনেতা শাহিনুর রহমান সোহেল, রায়হান, রাকিব, উমর ফারুক বাবু, রাশেদ, গিয়াস উদ্দিন, রিয়াদ, মোবারক সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগ এর ঈদগাঁও ইউনিয়ন ০৭নং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দরা।
রেজাউল রহমান রিমন জানান আমাদের নব গঠিত কমিটির মত বিনিময় সভায় উপস্থিত হয়ে যারা ধন্য করেছেন সবার প্রতি আমার এবং ৭নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি সকল সহযোদ্ধাদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে সহোগীতা করতে চাই, ৭নং ওয়ার্ডের ছাত্রলীগ হবে মডেল ছাত্র সমাজ, সবার ভালোবাসায় এগিয়ে নিয়ে যাব আমার প্রানের সংগঠন,
মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন আমাকে বাংলাদেশ ছাত্রলীগ ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানায়, আগামী জাতীয় নির্বাচনে নৌকা কে জয় করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর্শে রাজনীতি করে যাব।