ইমরান তাওহীদ রানাঃ- ঈদগাঁও,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঈদগাঁওতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বিকেলে বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো’র সভাপতিত্বে সদর উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন জয়, অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম এমইউপি, সহ সম্পাদক জামাল উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনি, পোকখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আ.ন.ম আমজাদ হোসেন, ইসলামপুর ইউনিয়ন যুবল সাধারণ সম্পাদক আবছার কামাল শাহিন, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহেদ কামাল, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকলাইন মোস্তাক, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, যুবলীগ ফরিদুল আলম, যুবলীগ নেতা জসিম উদ্দিন মনির, সাহাব উদ্দিন সিহাব, নুরুল হক প্রকাশ ভাইয়া, হুমায়ুন ইসলাম, রিয়াদ, আক্কাস উদ্দীন, তৈয়ব হাসান, আরফাত সিকদার, একলাস মোল্লা, আতিক উল্লাহ, ইমরান তাওহীদ রানা, প্রিন্স হামিদ, ওমর ফারুক রবি, মান্নানসহ অনেকেই। উক্ত আলোচনায় সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিষদ আলোচনা ও স্মৃতি চারন করে বক্তব্য রাখেন।
পরে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানান। একই সভায় সদর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিনের বাবার মৃত্যুতে শোক প্রস্তাব এবং সহ সম্পাদক জামাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রস্তাব করা হয়।