রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈদগাঁওতে রত্নগর্ভা বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি চিকিৎসা ক্যাম্পিং ১৭ নভেম্বর

প্রকাশিত হয়েছে-

ইমরান তাওহীদ রানা:- বার্তা সম্পাদক,

রক্ত দিন,জীবন বাচাঁন শ্লোগানকে সামনে রেখেই ঈদগাঁওর অন্যতম শিক্ষাঙ্গন রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাল ১৭ই নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তরুন প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধকরনের লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি চিকিৎসা ক্যাম্পিং করতে যাচ্ছে মানবিক সংগঠন বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশনের একঝাঁক রক্তযোদ্ধারা।

সচেতনতামুলক ক্যাম্পিং অনুষ্ঠানে কজন ডাক্তারও উপস্থিত থাকবেন বলে এক সূত্রে জানা যায়।

এসোসিয়েশনের এডমিন ইমরান তাওহীদ রানা জানান, উক্ত কর্মসূচিতে অংশ গ্রহন করে স্বল্প সময়ে বিনামূল্যে জেনে নিতে পারবে রক্তের মূল্য বান গ্রুপ। বর্তমান সময়ে নিজের রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।

রত্নগর্ভা রিজিয়া আহমেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন জানান, বিদ্যালয়ে প্রথম বারের মত ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ মহতি কার্যক্রমকে সত্যিই সাধুবাদ জানায়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত হয়ে ক্যাম্পিংকে সফল করে তুলবেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় ক্যাম্পিং ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী করেন বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশনের একঝাঁক রক্তযোদ্বারা।