শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ৯৫ হাজার টাকা উদ্ধারসহ প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাসষ্ট্যান্ডে ইসলামী ব্যাংকের সামনে হতে তিন জন প্রতারকচক্র গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারকচক্র ১। মোঃ খোকন (৫০), পিতা-মৃত লাল মিয়া ফকির, সাং-বহেরাতলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, ২। মোঃ ফারুক (৪৮), পিতা-মৃত মফিজ উদ্দিন মাতাব্বর, সাং-পূর্ব কাকুরা, শিরুয়াইল ইউপি, থানা- শিবচর, জেলা-মাদারীপুর, ৩। মোঃ সেলিম (৪৩), পিতা মৃত ইসমাইল, সাং-গোয়ালবাড়ী, শিমুলিয়া ইউপি, থানা-সাভার, জেলা-ঢাকাদের হেফাজত হতে গ্রাহকের আত্নসাৎকৃত টাকার মোট ৯৫,০০০/- (পচানব্বই হাজার) টাকাসহ প্রতারনাকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

উল্লেখ্য যে, উক্ত প্রতারক চক্রের সদস্যগন গত ২২/০৯/২০২১ খ্রিঃ তারিখ একজন ব্যাংকের গ্রাহক ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা হতে ০১(এক) লক্ষ টাকা উত্তোলন করে ব্যাংকের বাইরে আসার সাথে সাথে পূর্বে থেকে উৎপেতে থাকা প্রতারক চক্রের সদস্যগন উক্ত গ্রাহককে বিভিন্ন প্রকার ছলচাতুরীর মাধ্যমে উক্ত টাকা আত্নসাৎ করে মূহুর্তেই পালিয়ে যায় ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।