ঈদগাঁও প্রতিনিধি,
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউছুপেরখীল গ্রামে উন্মুক্ত ফসলি জমি থেকে গৃহপালিত গরু`র ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দরিদ্র কৃষক জাফর আলমের উপর লাঠি-সোটা ও ক্রিকেট ব্যাট দিয়ে সন্ত্রাসী হামলা চালায় একই গ্রামের আমজাদ নামের এক বখাটে যুবক। আমজাদ গ্রামের একজন চিহ্নিত বখাটে হিসেবে পরিচিত। হামলায় আহত হওয়া কৃষক জাফর আলম ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি।
১৮ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় ইউছুপেরখীল গ্রামের বাইল্লা ঘোনা নামক এলাকায় উদ্যেশ্যপ্রণোদিত এ হামলার ঘটনাটি ঘটে।
গুরুতর আহত হওয়া কৃষক জাফর আলমকে ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈদগাঁও`র একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে রেফার করা হয়।
বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কা জনক বলে জানা যায়। রিপোর্ট লিখা পর্যন্ত সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। চিহ্নিত বখাটে আমজাদের বিরোদ্ধে খুব শীঘ্রই ঈদগাঁও থানায় এজাহার দায়ের করা হবে জানায় ভুক্তভোগী জাফর আলমের পরিবার।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের লোকজন জানায় আমজাদ এলাকার একজন চিহ্নিত বখাটে। বখাটে আমজাদ প্রতিনিয়ত পেশিশক্তি ও কিশোর গ্যাংদের মাধ্যমে গ্রামের নিরীহ মানুষের উপর নির্যাতন করে। নির্যাতনের পর জানে মেরে পেলারও হুমকি ধমকি দিয়ে থাকে। আমজাদ এলাকার কিশোর গ্যাং লিডার ও বখাটে হওয়ায় নানান অপরাধ করেও পার পেয়ে যায় বারবার।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা উক্ত ঘটনা ও তার বখাটে কার্যক্রমের সুষ্ঠু তদন্ত করে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহনের জন্যে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।