বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫ শ পরিবারকে চাল বিতরন করেন- বদি

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫০০ শত পরিবারকে চাউল বিতরণ করেন, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি

আজ ১৫ জুলাই ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া চৌধুরী পুকুর পাড়ে ৭ ও ৮ নং ওয়ার্ডের হত দরিদ্র ১৫০০ শত পরিবারের মাঝে এ চাউল বিতরণ করা হয়।

করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৩ ফুট দূরুত্ব বজায় রেখে পুকুর পাড়ে চাউলের বস্তাগুলো সাজিয়ে রাখা হয়। এর পর একা একা সবার মাঝে চাউল বিতরণ করেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমা ও সচিব মহিউদ্দিন ফয়েজী, কাউন্সিলগণের মধ্যে, নুরুল বশর নুরশাদ, নাজমা আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টেকনাফ পৌর শাখার কমিটির নির্বাহী সদস্য আব্দুল গফুর ও নুরুল আলম প্রমুখ।

সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি চাউল বিতরণ সম্পন্ন করেন।