মঙ্গলবার , ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়ার উপজেলার ৫ ইউপিতে নবনির্বাচিত সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের সদস্যগণের শপথ গ্রহণ

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অদ্য ২৭ ডিসেম্বর ২০২১ খ্রিঃ বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া উপজেলা চত্বরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত শপথ গ্রহন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি,

বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,

উখিয়া থানা অফিসার ইনচার্জ জনাব আহমদ সন্জুর মোর্শেদ, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম প্রমুখ।

শপথগ্রহণ অনুষ্ঠানে শপথগ্রহণ করেন ৫ ইউপি সদস্যদের মধ্যে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুরুল কবির মেম্বার, ২ নং ওয়ার্ডের সালাহউদ্দিন মেম্বার, ৩ নং ওয়ার্ডের সৈয়দ হামজা মেম্বার, ৪নং ওয়ার্ডের মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, ৫নং ওয়ার্ডের সরওয়ার কামাল পাশা, ৬নং ওয়ার্ডের আব্দুল হক মেম্বার, ৭নং ওয়ার্ডের দুই দুইবার নির্বাচিত জনাব আব্দুর রহিম মেম্বার, ৮নং ওয়ার্ডের দুই দুইবার নির্বাচিত ইকবাল মেম্বার ও ৯নং ওয়ার্ডের ইন্জিনিয়ার হেলাল উদ্দিন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রোকসানা আকতার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য খুর্শিদা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য জনাবা শামশুন নাহার প্রমুখ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান আয়োজন করেন উখিয়া উপজেলা প্রশাসন, উখিয়া, কক্সবাজার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।