বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

উখিয়ার ক্যাম্পে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রকাশিত হয়েছে-

মোঃ শহিদ উখিয়া।

 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশিয় অস্ত্রসহ নুর মোহাম্মদ (২০) নামে এক রোহিঙ্গা সন্ত্রসীকে আটক করেছে ১৫ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে নিবন্ধিত রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা সৈয়েদুল আমিনের ছেলে নুর মোহাম্মদ (২০)।
১৫ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার রুবেল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামি ও অস্ত্রসহ ১৪ এপিবিএনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদ করে অন্যান্য সন্ত্রাসী ও চলমান অভিযানে সন্দেহভাজন আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।