বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উখিয়ার চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার নবনির্মিত কসরে আবরার ভবনটি শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদন

কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকবৈঠা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীতে আজ স্বতঃস্ফূর্ত ভাবে ২৪ লক্ষ টাকা ব্যয়ে
দারুল হেদায়া মাদ্রাসা নবনির্মিত কসরে আবরার ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

৩ জুন ২০২৩ খ্রিঃ শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে রাজাপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত ভবনের শুভ উদ্বোধনী সভা অনুষ্টানে চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা, নূরানী হিফজখানা, এতিমখানা ও কিতাব বিভাগের সভাপতি আমির কাশেম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রত্না পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেদ ফরহাদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কন্ট্রাকটর মফিজ উদ্দিন, অনুষ্ঠানে দোয়া মুনাজাত করান উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব রিদুয়ানুল কাদির, আলহাজ্ব আব্দুল কাদের, মৌলভী জসিম উদ্দিন, মোঃ রশিদ, মাহবুব আলম, কফিল উদ্দিন, আব্দুল খালেদ কোং, দফাদার আব্দুল হক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আয়োজনেঃ চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা, নূরানী হিফজখানা, এতিমখানা ও কিতাব বিভাগ।