শুক্রবার , ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

উখিয়ার টাইপালং আদর্শ সমিতির ৫ম তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পুরষ্কার বিতরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়

প্রকাশিত হয়েছে-

নিউজ ডেস্কঃ

উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব অঞ্চলের সুপরিচিত সংগঠন টাইপালং আদর্শ সমিতির ৫ম তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১লা মার্চ ২০১৪ খ্রিঃ শুক্রবার রাত ৮ ঘটিকার দিকে সংগঠনের অফিস কক্ষে পুরষ্কার বিতরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পুরষ্কার বিতরণ ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও টাইপালং আদর্শ সমিতির প্রধান উপদেষ্টা ফজলুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, মূখ্য প্রধান আলোচক উপজেলা সমাজ সেবা অফিসার আল মাহমুদ হোসেন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ, টাইপালং আদর্শ সমিতির উপদেষ্টা সোলতান মাহমুদ চৌধুরী, রাজাপালং ৪নং ওয়ার্ড, ইউপি সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মীর শাহাদুল ইসলাম রোমান চৌধুরী, চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাওলানা আব্দুল খালেক, হাসিমূখ ফাউন্ডেশনের উপদেষ্টা মাহবুব কায়ছার, এডভোকেট আনোয়ার, তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ছৈয়দ আলম, আব্দুস সালাম সিকদার, মিজানুর রহমান সিকদার প্রমূখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।