নিজস্ব প্রতিবেদক
UkhiyaVoice24.Com কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে সংগঠনের অফিসে আয়োজিত বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন মেলা ২০২১, ২৯তম মাসিক সাধারন সভা।
উক্ত মাসিক ২৯তম সাধারণ সভা মুহাম্মদ মহিউদ্দিন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জনাব জসিম উদ্দিনের সভাপতিত্বে মাওলানা ছালেহ জুহুরের সঞ্চালনায় শুরু হয় মাসিক সাধারণ সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি ক্যামব্রিয়ান স্কুল রামু কক্সবাজার এর প্রতিষ্ঠাতা মাওলানা জিয়ার রহমান (জিয়া স্যার) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সমাজিক অরাজনৈতিক মানবতার এই সংগঠন প্রয়োজন, ৫০ জন সদস্য পঞ্চাশ মায়ের সন্তান একসাথে তাকতে পারাটা হচ্ছে বড় ঐক্যবদ্ধ, তিনি আরো বলেন আমার পক্ষ থেকে সংগঠনের জন্য ১০০০০ টাকা অনুদান প্রদান করলাম এবং যতবার ব্লাড/রক্তের গ্রুপ টেস্ট করা হবে সব মেডিসিন আমি দেন ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি বৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের উকিল এ্যাডভোকেট শফিউল করিম মিটু, বিশেষ অতিথির বক্তব্যে এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ বলেন সংগঠন করা বড় কাজ নয় টিকিয়ে রাখা বড়কাজ, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আপনারা এগিয়ে যাবেন কোনদিন বিপদ সম্মুখীন হবেন না, তিনি আরো বলেন সংগঠনের নাম আদর্শ সমিতি সেজন্য আমি বলছি রাসূল (সাঃ) এর আদর্শ অনুযায়ী চলতে হবে, তিনি হাতজোড় করে বলেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং আপনাদের বন্ধুদের নামাজের দাওয়াত দিবেন, মাদকে জড়িত হবেন না।
রফিকুল ইসলাম রাইসুল(কবি), জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল আওয়াল,
ইসলামি ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ ছালেহ জুহুর, পালং মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইদ্রিস, বিনিয়োগ বিভাগের জনাব আব্দুল মাজেদ সওদাগর, দৈনিক আলোর দিগন্ত অনলাইন নিউজ এর উখিয়া প্রতিনিধি জনাব ওসমান সরওয়ার প্রমূখ।
সমাজিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গতবছর কোভিড-১৯ করোনা মহামারী সংক্রমণ পরিস্থিতিতে অসহায় কৃষকদের ৮৪০ শতক জমির ধান কেটে দিয়েছেন এবং বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট সহ সকল মানবতার কাজে জড়িত আদর্শ সমিতি।
অসহায় গরিব দূঃখি পরিবারের মাঝে বিবাহের সময় সাহায্য সহযোগিতা, গরিব মেধাবী স্কুল ছাত্র/ছাত্রীদের নগদ সহায়তা প্রদান করেন, গতকাল ১৫/০৫/২১ জুমাবার আদর্শ সমিতির পক্ষ থেকে মরহুম রোস্তম আলীর মাগফিরাত কামনা ও পরিবারের সদস্য ছেলেকে নগদ ৬০০০ টাকা প্রদান করেন।
আদর্শ সমিতির দায়িত্বশীল ও সদস্য উদ্যোগ নিয়েছেন
আগামী দুই তিন বছরের মধ্যে আমাদের টাইপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আমরা একটি হাই স্কুল/ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করবে বলেন।