শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উখিয়ার বালুখালী আগুনে পুড়া স্থানীয় জনগোষ্ঠীর মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ।

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া প্রতিনিধি

উখিয়ার পালংখালি ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১২৬ পরিবারকে ৩ বান্ডিল টিন ও ৯ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এর কিছু দিন আগে সরকারি সহায়তায় নগদ অর্থ ও চাউল ডাল তৈল ইত্যাদি বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।

উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী. উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক কামরুদ্দিন মকুল, সহ স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী অনেকে উপস্থিত ছিলেন।

এই সহায়তা পেয়ে আগুনে পুড়ে যাওয়া স্থানীয় মানুষের মাঝে খুশির আমেজ দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে বালুখালী ৮নং ও ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় ১২৬ পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়।