মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উখিয়ার বালুখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার র‍্যাব-১৫ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের বালুখালী বাজার এর পাশে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস অভিযানিক দল ৩০ এপ্রিল ২০২২ খ্রিঃ ১১.৪৫ ঘটিকার দিকে উক্ত স্থানে পৌঁছলে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ১ ব্যক্তি একটি বস্তাসহ পালানোর চেষ্টাকালে নুরুল আমিন (৫০), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা- নাছিমা বেগম, সাং-ঘুমধুম নয়াপাড়া, ইউপি-ঘুমধুম, ওয়ার্ড নং-৫, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানকে গ্রেফতার করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা লুঙ্গি দিয়ে পেচানো একটি বস্তার ভিতর হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।