শোক বার্তা
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ও উখিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী কামাল আহমদ সাহেব হুজুর অদ্য ৩০ জুলাই ২০২১ ইং, জুমাবার সকাল ৮ ঘটিকায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ) আজ বিকাল ৫,৩০ মিনিটের সময় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন। হুজুরের মৃত্যুতে ডেইলপাড়া, করইবনিয়া ও পূর্ব ডিগলিয়া পালং ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানান।
মৃত্যুকালে হুজুরের বয়স ৬৭ এবং তিনি ৩ ছেলে ৩ মেয়ে স্ত্রীসহ শত শত ছাত্ররা রেখে যান। জানাযার পূর্বে বক্তব্য রাখেন, কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব অধ্যাপক মাওলানা নুর আহমদ আনোয়ারী ও অন্যঅন্য নেতৃবৃন্দ।
জানাযার ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আবু নাছের
হে আল্লাহ মরহুমের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমীন