বৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

উখিয়ার রাজাপালং চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

প্রকাশিত হয়েছে-

নিউজ ডেস্কঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ট শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অভিবাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অদ্য ৪ মার্চ-২০২৪ খ্রিঃ সোমবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে চাকবৈঠা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান, অভিবাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টা সভাপতি ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল কবির চৌধুরী’র সভাপতিত্বে, প্রধান উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, প্রধান আলোচক কক্সবাজার কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ, সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার, রাজাপালং ইউপি সদস্যা খুরশিদা বেগম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী (মেম্বার)।

অনুষ্টান পরিচালনা করেছেন চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক, প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ বড়ুয়া, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মফিদুল আলম,

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ ও অত্র বিদ্যালয়ের সকল অভিবাবকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।