নুরুল ইসলাম বিজয়, উখিয়া
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর।
কক্সবাজার জেলার ৯০ দশকের সাবেক ছাত্রনেতা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুল আলম কন্ট্রাক্টর তার নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি এর পক্ষে থেকে শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ খ্রিঃ সকল ১০ টায়
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের ৮৫০ জন স্থানীয় দরিদ্র নারী-পুরুষের মাঝে বিনামূল্যে শাড়ি, লুঙ্গি সহ বিভিন্ন রকমের বস্ত্র বিতরণ করা হয়।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর জানান, প্রতিবছরের ন্যায় এবছরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পক্ষ থেকে উখিয়াবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করতে সক্ষম হয়েছি, তিনি আরো বলেন, আমি আগামীতেও প্রধানমন্ত্রীর নামে ঈদ উপহার বিতরণ অব্যাহত থাকবে।