বৃহস্পতিবার , ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

উখিয়ায় নবপ্রতিষ্ঠিত মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া মহিলা হিফজ মাদ্রাসা مدرسةالرسالة الإسلامية এর নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।

প্রকাশিত হয়েছে-

www.ukhiyavoice24.com

উখিয়ায় নবপ্রতিষ্ঠিত মাদ্রাসাতুর রিসালাহ আল ইসলামিয়া মহিলা হিফজ মাদ্রাসা مدرسةالرسالة الإسلامية এর নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়। উক্ত নবীন বরণ ও বই বিতরণকালে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি বোরহান উদ্দিন সাহেব, মুহাদ্দিস মাদ্রাসাতুন নুর আল আলামিয়্যাহ বাংলাদেশ, মাওলানা আব্দু সত্তার সাহেব, পরিচালক: থাইংখালী দারুত্ তাহজীব মাদ্রাসা, ব্যবসায়ী মাওলানা কফিল উদ্দিন সাহেব, অভিভাবক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।