কাজল আইচ:- উখিয়া কক্সবাজার,
বঙ্গবন্ধু অলিম্পিকবার গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২২ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ, বুধবার বিকেলে উখিয়ায় কুতুপালং এলাকার একটি মাঠে কুতুপালং যুব ক্রীড়া সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ ফাইনাল খেলা।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।
খেলায় রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলোয়াড় অনুর্ধ্ব ১৯, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের শাহেদা আক্তার রিফা। উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন। উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান। মুক্তিযোদ্ধা প্রজম্মলীগে কেন্দ্রীয় কমিটির সদস্য আমান উল্লাহ মৌল্লা। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ। বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন প্রমূখ।
আজ ফাইনাল খেলায় অংশ নিয়েছেন ঘুমধুমের তুমব্রু ক্রীড়া পরিষদ বনাম কুতুপালং ওয়েস্টাম ফুটবল একাদশ। ৯০ মিঃ খেলায় কোন গোল না হওয়ায় টাইব্রেকারে তুমব্রু ক্রীড়া পরিষদকে ০১গোলে হারিয়ে বিজয়ী হল কুতুপালং ওয়েস্টাম ফুটবল একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন প্রাইজমানি ট্রপিসহ ৫০০০০ হাজার টাকা ও রানার্সআপ প্রাইজমানি সহ ২০০০০ টাকা খেলোয়াড়দের হাতে তুলে দেন অতিথি বৃন্দরা। উক্ত
খেলা পরিচালনা কমিটি ও কুতুপালং যুব ক্রীড়া সংঘের সভাপতি জানে আলম ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিজানের নেতৃত্বে স্বতঃস্ফূর্ত ভাবে ফাইনাল খেলাটি উপহার দিয়েছেন।