বৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

উখিয়ায়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন,ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রকাশিত হয়েছে-

উখিয়া প্রতিনিধি,

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উখিয়া উপজেলা শাখার,পক্ষ থেকে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি বিকাল ৩ টায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু দোয়া মাহফিল।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ পালন কমিটির আহ্বায়ক তারেক হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সাদেক। সভার সভাপতি তারেখ হোচাইন তাঁর বক্তব্যে বলেন, ‘বাঙালি জাতিসত্তার অনুপ্রেরণা ১৯৫২-এর একুশ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ- সবকিছুই একুশের অনুপ্রেরণায় পাওয়া। আমাদের এই শক্তিকে ভুলে গেলে চলবে না। একুশের চেতনা আমাদের চলার পথের পাথেয়। নতুন প্রজন্মকেই এই চেতনা বুকের মাঝে লালন ও পালন করতে হবে’। তিনি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ ফারুক (যুগ্ন আহবায়ক) মোঃ জালাল উদ্দিন ( যুগ্ন সদস্য সচিব)
মনজুর আলম( যুগ্ম সদস্য সচিব)মোঃ নুরুল আমিন মো আব্দুল গফুর লোমান শফিকুল ইসলাম মহান ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় ও মুনাজাত দোয়া পরিচালিত হয়।