
মোঃ শহিদ উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে।সে উখিয়া সদরের ঘিলাতলী এলাকার ছৈয়দ আলীর পুত্র মো: ইব্রাহীম (২৭)।
শনিবার সন্ধ্যা ৫টার দিকে উপজেলার বালুখালী কাস্টম চেকপোস্টের পাশে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
জানা যায় নিহত মো: ইব্রাহিম এনজিও সংস্থা এমএসএফে কর্মরত ছিলেন। কর্মস্থল ত্যাগ করে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মারুফ লাশটি ফাঁড়িতে নিয়ে যায়।
উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ সড়ক দূর্ঘটনায় একজন নিহতের সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্যঃগত এক মাসের ব্যবধানে উখিয়ায় ৬-৭টি সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। এতে ৫জনের মৃত্যু হয়।