কাজল আইচ, উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে দুপুর ২টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে শান্তি সমাবেশ।
১১ফেব্রুয়ারি-২৩ দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা।
আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কন্ট্রাক্টর ফরিদুল আলম, আওয়ামী লীগ নেতা আলী হোছান খান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক রতন দে, উখিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, উখিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সরোওয়ার কামাল পাশা মেম্বার, রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল বিএ, উখিয়া উপজেলা যুব মহিলা লীগের নেতৃ ও রাজাপালং ইউপি সদস্যা খুরশিদা বেগম, উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শেখর, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোক্তার শেখ ও অন্যান্য নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠান সভা সঞ্চালনা করেছেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ।