মঙ্গলবার , ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

উখিয়ায় সার্চ মানবাধিকার সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার, উখিয়া উপজেলার উদ্যেগে জালিয়াপালং ইউনিয়ন কমিটির পরিচিতি সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ জুন ২০২২ইং কক্সবাজারের উখিয়া উপজেলাধীন ইনানী পেলব স্টোন রেস্টুরেন্ট হল রুমে উখিয়া উপজেলা সার্চ মানবাধিকার সোসাইটি কতৃক আয়োজিত জালিয়াপালং ইউনিয়ন কমিটির পরিচিতি সভা-২০২২ অনুষ্ঠিত হয়ে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিচালক ও কক্সবাজার জেলা সার্চ মানবাধিকার সোসাইটির সভাপতি মোঃ আলী মুন্না।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় লাইভ মেম্বার ও কক্সবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, লাইভ মেম্বার ও জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ভান্ডারি, জেলার সিনিয়র সহ-সভাপতি আনোয়ার সিকদার, সহ-সভাপতি সালাউদ্দিন কাদের, নুরুল ইসলাম বিজয়, সাজেদুর রহমান ও জালিয়া পালং ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাক সহ জেলা, উপজেলার বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন নিজাম উদ্দিন সভাপতি, উখিয়া উপজেলা সার্চ মানবাধিকার সোসাইটি।
সঞ্চালনা করেন আবছার কামাল ট্রাস্ট, সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা সার্চ মানবাধিকার সোসাইটি।