উখিয়া ভয়েস 24 ডটকম
সাইফুল ইসলাম, উখিয়া প্রতিনিধ।
রত্নাপালং ইউনিয়নে গয়ালমার স্টেশন থেকে ভালুকিয়া হারুন মার্কেট যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘ দিন সংস্কার না করায় প্রতিদিন একের পর এক দূর্ঘটনা ঘটতেছে।
আজ সকালে উখিয়া স্টেশন থেকে মাছের খাদ্য বহনকারী একটি ট্রাক যাচ্ছিল ভালুকিয়া হারুন মার্কেটের উদ্দেশ্যে, যাওয়ার পথে ট্রাকটি গর্তে পড়ে উল্টে যায় ফলে ক্ষতি হয় অর্ধলক্ষ টাকার মাছের খাদ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে শত শত মানুষ, অটোরিকশা, টমটম ও সিএনজি। রাস্তা বিভিন্ন অংশে ভাঙা এবং বিপুল গর্ত সৃষ্টি হওয়া উল্টে যায় অনকে গাড়ি,এই নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ সময় রত্নাপালং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ইউপি সদস্যের সাথে মুটোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, উল্টে যাওয়া ট্রাকের ড্রাইভার ও হেল্পারের ক্ষতি হয়নি।এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কার করে মহাবিপদ থেকে রক্ষা করার জন্য রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর সহযোগিতা কামনা করেন।