মঙ্গলবার , ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উখিয়া উপজেলায় হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ:- উখিয়া কক্সবাজার, 

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্ধারিত জায়গা পরিদর্শনে আসেন একটি বিশেষ টিম। শেখ রাসেল স্টেডিয়াম চুড়ান্ত পর্যায়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ মহোদয়ের নিরলস প্রচেষ্টায় এবং “শেখ রাসেল স্টেডিয়াম” বাস্তবায়নে চুড়ান্ত পর্যায়ে লক্ষ্যে আরো বিশেষ ভুমিকা রাখেন
√ উখিয়া সহকারী কমিশনার ভূমি
মো: তাজ উদ্দিন।
√ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
√ উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন।

কক্সবজারের উখিয়ায় ১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার বেলা সাড়ে ১১টায়
৪নং রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পার্শ্ববর্তী টিএন্ডটি গুচ্ছ গ্রামের পাশে স্টেডিয়ামের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করতে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবদুল মালেক মহোদয়, উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,
এড, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, প্রকল্প ইন্জিনিয়ার শেখ রাসেল স্টেডিয়াম ঢাকা, জেলা ক্রীড়া অফিসার, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ি কন্ট্রাকটর মুফিজ উদ্দিন সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন …..